তাজবীদ ও কুরআন শিক্ষা কোর্স

online quran course Hasan Abdullah

প্রেক্ষাপট

গত কয়েক দিনে Muslims Day অ্যাপের অনেক ইউজাররাই জানিয়েছেন যে তারা আরবি পড়তে জানেন না। তাই আমাদের অ্যাপে যেন আরবিগুলোর বাংলা উচ্চারণ দেই। কিন্তু উচ্চারণ দেখে পড়লে অর্থ বিকৃত হয়ে যায়, তাই আলেমগণ এটাকে নাজায়েজ বলেন। আমরা ইনশাআল্লাহ কখনোই আমাদের অ্যাপে বাংলা উচ্চারণ যোগ করব না।

এরকম বেশ কিছু ভাইয়ের সাথে গত কয়েক দিন কথা বলার পর মনে হলো আমি হয়ত কয়েকজন ভাইকে কুরআন পড়া শিখতে সহযোগিতা করতে পারি। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে অনলাইনে একটা কুরআন শিক্ষার শর্ট কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস প্রায় শেষের দিকে। তাই দ্বিতীয় ব্যাচ শুরু করব ইনশাআল্লাহ।

আপনার যদি সত্যিই শেখার আগ্রহ থাকে তাহলে প্রথমত চেষ্টা করুন আপনার এলাকার মসজিদের ইমাম বা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শেখার। অথবা প্রতিষ্ঠিত কোনো অনলাইন একাডেমি থেকেও কোর্স করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এগুলোর কোনোটাই সম্ভব না হলে, আর আমাকে নির্ভরযোগ্য মনে হলে এই কোর্সটি করতে পারেন।

আমার অভিজ্ঞতা

পেশায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ১০ বছরের মত সময় মাদরাসায় পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তিন বছর হিফজুল কুরআন বিভাগে পড়াশোনা করি। সেখানে ৬ পারা হিফজ করেছিলাম। এরপর একটি আলিয়া মাদরাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়ে সেখান থেকে দাখিল পাস করি। চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকাল থেকে প্রায় ৬-৭ বছর আমি নিয়মিতই কুরআন পড়াতাম ব্যাচ হিসাবে। সেখান থেকে আল্লাহর রহমতে কুরআন শিক্ষা দেয়া বা পড়ানোর কিছুটা অভিজ্ঞতা হয়েছে। অনলাইনে একটি ব্যাচ শেষের পথে।

প্রথম ব্যাচের সকল কন্টেন্ট পাওয়া যাবে এখানে

কোর্সটি কাদের জন্য?

যারা নূন্যতম আরবি অক্ষরগুলো চিনেন তারা এই কোর্সটি করলে বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ক্লাস হবে Skype অথবা Google Meet এর মাধ্যমে।

কোর্সটি শুধুমাত্র ছেলেদের জন্য। আপুরা যদি অনলাইনে কুরআন ও তাজবীদ শিখতে চান তাহলে আসলাফ অ্যারাবিক অ্যাকাডেমির এই পেজে গিয়ে ইনবক্সে নক দিয়ে কথা বলতে পারেন।

কোর্স আউটলাইন

নাদিয়াতুল প্রকাশনীর কায়দা ও আমার রেডি করা একটা তাজবীদের শীটের উপর ক্লাস হবে। এখানে কুরআনের অর্থ শেখানো হবে না। শুধু শুদ্ধ করে পড়তে শেখানো হবে ইনশাআল্লাহ। কায়দা শেষ করার পর কুরআনের শেষ দশটি সূরা শুদ্ধ করে তিলাওয়াত করা শেখানো হবে। পাশাপাশি চেষ্টা করা হবে সালাতের দুআগুলো শুদ্ধ করার জন্য।

কোর্সের সময়কাল

১ ঘন্টা করে অন্তত ৬০ টা ক্লাস, অর্থাৎ মোট ৬০ ঘন্টা ক্লাস নেয়ার ইচ্ছা আছে। চেষ্টা করা হবে সপ্তাহে অন্তত চার দিন ক্লাস নেয়ার। কোর্স আউটলাইন শেষ না হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

ক্লাসের সময়

আপাতত বাংলাদেশ সময়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস নেয়ার ইচ্ছা আছে। ছুটির দিন বা বিশেষ ক্লাসের ক্ষেত্রে সবার সাথে কথা বলে সুবিধাজনক সময়ে ক্লাস হতে পারে।

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ

এই ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ১৩ জুন, ২০২০ তারিখ রোজ শনিবার থেকে।

সিট সংখ্যা

সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৫ জন। ১০ জনের নিচে হলে কোর্স শুরু না-ও হতে পারে।

কোর্স ফী

পুরো কোর্সের জন্য ফী নির্ধারন করা হয়েছে ৪০৮০/- (চার হাজার আশি টাকা মাত্র)। যা বিকাশ/রকেট বা ব্যাংকের মাধ্যমে অগ্রীম পরিশোধ করতে হবে। 

(গত কয়েক বছরে বিভিন্ন কোর্স করানোর অভিজ্ঞতা থেকে দেখেছি যে, অনেকেই কোর্সের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন না। কুরআনের কোর্সের ক্ষেত্রে মাঝ পথে ছেড়ে দেয়ার পরিমাণ আরো বেশি। ফলশ্রুতিতে কিস্তিতে বা কোর্সের শেষে ফী নেয়ার ব্যাপারে আমার অতীত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তাই ভাগে ভাগে বা কোর্সের একদম শেষে ফী প্রদান করার সুযোগ রাখা হয় নি।)

Apply From Here

যোগাযোগ

ফেসবুকে মেসেজ করে যদি রিপ্লাই না পাওয়া যায় সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখান থেকে

মা’আসসালাম

Hasan Abdullah

Software Engineer

Brain Station 23 Ltd