Post updated on 25th June, 2019 at 09:23 pm
সে অনেক দিন আগের কথা। নিজের খরচ নিজে চালানোর ইচ্ছায় অনার্স পড়ার সময়ে মাষ্টারি করতাম এক কোচিং সেন্টারে! 😛
আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা ছিল এই ভিডিও লেকচার তৈরির মোটিভেশন! কারণ তাদের বেশির ভাগই একদিন ক্লাসে আসলে পরের ২ দিন আসত না। আর আমি পড়াতাম কম্পিউটার শিক্ষা বা আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। এই নাম্বার সিসটেম আর প্রোগ্রামিং এর চ্যাপ্টারগুলো পড়িয়েই আনন্দ পেতাম। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হত না। একটা বুঝানো শুরু করলে দেখা যায় আগের আগের ক্লাসে না আসায় কোন একটা টপিক বুঝতেছে না। প্রতিদিন তো আর রিপিট করা যায় না। তো রাগ করে বানিয়ে ফেললাম ভিডিও লেকচার!
কেউ ক্লাস মিস দিলে বলতাম “ওমুক ওমুক চ্যানেলে ভিডিও আপ করা আছে। দেখে নিও… 😀 ”
যেহেতু নিজের একখানা বিদ্যা ফলানোর প্ল্যাটফর্ম হয়েছে, তাই ইউটিউবের ভিডিওগুলো এখানে দিয়ে রাখছি।
প্রথম পর্বের বিষয় হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর (Decimal to binary conversion in Bengali):
কারো বুঝতে কোন অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পার।
ধন্যবাদ। 🙂
where are all C/C++ code about all process ?
I didn’t. Because my target audience was HSC going students. If you are interested try yourself and search on Google. Hope, you’ll find all of them.
Thank you. 🙂
please give your youtube channel..!!
I already attached Youtube video in my post.
This one for Number system conversion.
Another one for others.
But, I don’t maintain youtube channel. Love to write, not youtube video.