পোস্টটি পড়া হয়েছে 3,646 বার

সংখ্যা পদ্ধতি সিরিজ – ১ (ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর)

Post updated on 25th June, 2019 at 09:23 pm

সে অনেক দিন আগের কথা। নিজের খরচ নিজে চালানোর ইচ্ছায় অনার্স পড়ার সময়ে মাষ্টারি করতাম এক কোচিং সেন্টারে! 😛

আমার ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা ছিল এই ভিডিও লেকচার তৈরির মোটিভেশন! কারণ তাদের বেশির ভাগই একদিন ক্লাসে আসলে পরের ২ দিন আসত না। আর আমি পড়াতাম কম্পিউটার শিক্ষা বা আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। এই নাম্বার সিসটেম আর প্রোগ্রামিং এর চ্যাপ্টারগুলো পড়িয়েই আনন্দ পেতাম। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হত না। একটা বুঝানো শুরু করলে দেখা যায় আগের আগের ক্লাসে না আসায় কোন একটা টপিক বুঝতেছে না। প্রতিদিন তো আর রিপিট করা যায় না। তো রাগ করে বানিয়ে ফেললাম ভিডিও লেকচার!

কেউ ক্লাস মিস দিলে বলতাম “ওমুক ওমুক চ্যানেলে ভিডিও আপ করা আছে। দেখে নিও… 😀 ”

যেহেতু নিজের একখানা বিদ্যা ফলানোর প্ল্যাটফর্ম হয়েছে, তাই ইউটিউবের ভিডিওগুলো এখানে দিয়ে রাখছি।

প্রথম পর্বের বিষয় হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর (Decimal to binary conversion in Bengali):


 

কারো বুঝতে কোন অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পার।

ধন্যবাদ। 🙂

4 thoughts on “সংখ্যা পদ্ধতি সিরিজ – ১ (ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *