Post updated on 27th January, 2023 at 07:13 am
একজন মু’মিন ব্যক্তি সবসময়ই চেষ্টায় থাকেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। মু’মিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর দেয়া সুযোগগুলো হাতছাড়া করে না। অল্প পরিশ্রমেই যেন অধিক সওয়াব হাসিল হয় এরকম চেষ্টা আমরা সকলেই করে থাকি।
আজকের এই পোস্টে আমরা এমন কিছু আমলের কথা জানব যেগুলো আমাদেরকে আল্লাহর কাছে অধিক প্রিয় করে তুলতে পারে।
শীতকালে আমরা যেন বিশেষ ভাবে কিছু আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এজন্য পাঁচটি আমলের ব্যাপারে নিম্নে আলোকপাত করা হলো।
- শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া
- নফল সাওম পালন করা
- তাহাজ্জুদের সালাত আদায়
- কষ্ট উপেক্ষা করে অযূ করা
- জাহান্নামের কথা স্মরণ করা
শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া
শীতের মৌসুমে অনেক মানুষই শীতে কষ্ট পান। তাই আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ দিয়েছেন তারা চেষ্টা করি এই কষ্টে পরা মানুষগুলোর কল্যানে কাজ করা। নবীজি (সা) বলেছেন মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সে, যে কিনা মানুষের জন্য কল্যানের কাজে আসে বা মানুষের উপকার করে। আর শীতের সময়ে একজন শীতার্ত মানুষকে শীতের কাপড় দেয়া অনেক বড় উপকারের। এর মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। যার অনেক সামর্থ্য আছে তিনি সাধ্য মত বেশি খরচ করতে পারেন। যার একেবারেই কম সামর্থ তিনি ২০-৫০ টাকা খরচ করে একটা মাফলার বা এরকম ছোট কিছু হলেও দান করি। যার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি।
নফল সাওম পালন করা
শীতকালের দিনগুলো ছোট থাকে এবং পিপাসা কম হয়। তাই আমরা এই সময়ে কম কষ্টে বেশি বেশি সিয়াম (রোজা) পালন করতে পারি। নবী (সা) বলেনঃ শীতকালের সিয়াম হল অনায়াশলব্ধ গণীমত সম্পদের মত। অর্থাৎ যে সম্পদ অর্জিত হয় খুব অনায়াশে। এজন্য আসুন আমরা এই শীতকালে অল্প কিছু হলেও সিয়াম পালন করি।
সোম ও বৃহস্পতিবারের সিয়াম পালন করা নবীজি (সা) এর সারা বছরের সুন্নাহ। শীতকালে যেহেতু কষ্ট কম হয় তাই সোমবার ও বৃহস্পতিবারের রোজাগুলো রাখতে পারি। এছাড়াও আইয়ামে বীজের (হিজরি মাসের ১৩, ১৪, ১৫) দিনগুলোতে সিয়াম পালন করতে পারি। এছাড়াও যদি কারও রমাদানের সিয়ামের কাজা থেকে থাকে। তাহলে সেই কাজাগুলো এখন আদায় করে ফেলতে পারি।
তাহাজ্জুদের সালাত আদায়
শীতকালে রাত দীর্ঘ হয়। তাই রাত ১০-১১টার মধ্যে শুয়ে পড়লে অনেক লম্বা সময় ঘুমিয়ও ফজরের আগে উঠা সহজ হয়। এই বড় রাত্রির সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহাজ্জুদের সালাত আদায় করে। একটি হাদীসের ভাষ্য এমনঃ যেই লোক কনকনে শীতের দিনে অযূ করে সালাত আদায় করে আল্লাহ তায়ালা তার দিকে তাকিয়ে হেসে দেন। অনেক ওলামা একরাম এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন তাহাজ্জুদের সালাত আবার অনেকে বলেছেন ফজরের সালাত। অন্য একটি হাদীসে রয়েছে আল্লাহ তায়ালা যেই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন তাকে তিনি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ!
সরকারি বিদ্যুত ব্যবহার করে ব্যাডমিন্টন খেলা বা অন্য কোনো ব্যক্তিগত কাজ করা কি জায়েজ?
কষ্ট উপেক্ষা করে অযূ করা
রাসূল সা: বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেবো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গোনাহ মুছে দেবেন এবং তোমাদের সম্মান বৃদ্ধি করবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল! রাসূল সা: বললেন ‘শীত বা অন্য কোনো কষ্টের সময়ে ভালোভাবে অজু করা।’ তাই আমাদের উচিত কষ্ট করে অযু চেপে না রেখে প্রয়োজন অনুযায়ী অযূ করা। অনেকেই আমরা আছি, যারা আসরের অযূ দিয়ে ইশার সালাত আদায় করার চেষ্টা করেন। এর উদ্দেশ্যে দরকার থাকলেও পানি পান করা হয় না এবং টয়লেটও চেপে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর একই ভাবে সালাতের মনোযোগ নষ্ট হওয়ার জন্যও দায়ী। পেশাব-পায়খানা বা বায়ুর বেগ নিয়ে সালাত আদায় করা অনুচিত। এতে সালাতের খুশু-খুযু বিনষ্ট হয়।
জাহান্নামের কথা স্মরণ করা
হাদীস শরীফ থেকে জানতে পারি দুনিয়াতে শীত ও গ্রীষ্মকাল হচ্ছে জাহান্নামের দুটি শ্বাস ছাড়ার কারণে হয়ে থাকে। জাহান্নামে শীত ও গরম উভয় রকম অবস্থাই বিদ্যমান। আর এর প্রচন্ডতা কমানোর জন্য আল্লাহ একে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন। যার ফলে দুনিয়ার বিভিন্ন জায়গায় শীত ও গ্রীষ্মের সৃষ্টি। তাই শীতকালে আমাদের উচিত হবে জাহান্নামের কথা স্মরণ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় ও বর্জনীয় কাজগুলোর প্রতি দৃষ্টি রাখা।
আল্লাহ আমাদের সকলের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন।
Assalamualaikum,
Rate uthe namaj porte na parar voy thakle 12ta ba 12.30 a ki tahajjud pora jabe?
May Allah covers you with his Rahmat❣️
সালাতের ওয়াক্তগুলো বিস্তারিত জানা যাবে এই ব্লগ পোস্ট থেকে। আপনার প্রশ্নের উত্তরটি সেখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ।
এটা অত্যন্ত ভালো আমল। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো।
নামাজে বিসমিল্লাহ কখন কোথায় ব্যাবহার করতে হয় ?
Amin
Alhamdulillah
Alhamdulillah… Allah taala amder shokolke Amol korar tawfik Dan korun..
ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে আমি করার চেষ্টা করবো,সবাইআমার জন্যদোয়া করেন।
Alhamdulillah……………. Allah amader sobaike amol korar towfik dan korun
Installation, Allah accept us to do good works in big lot. We keep in Doa for each other.
কোন নবীজির সময় কত ওয়াক্ত নামায় ছিল
সে বিষয়ে জানা য়াবে কি ???
আমার এ বিষয়ে জানা নাই
দুয়া কবুলের গল্পগুলোর বই কোথায় পাবো
ইসলামী বইয়ের দোকানে পেতে পারেন। অনলাইনে প্রচুর বুক শপ আছে। সেগুলোতে সার্চ করে দেখতে পারেন।
নামাজের বিশযে পুখানু পুংখ জানাবেন।
(In detail on swlat)